প্রশ্ন
আমি যোহরের নামাযে প্রথম বৈঠকে শরিক হই। শরিক হয়ে তাশাহহুদ পড়া শুরু করি। তখনই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমি কি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াব, না ইমামের সাথে দাঁড়িয়ে যাব?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে তাশাহহুদ পূর্ণ করেই দাঁড়ানো উচিত। কেননা ইমামের পেছনে প্রথম বা দ্বিতীয় বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়ে নেওয়াই নিয়ম। তাই ইমাম দাঁড়িয়ে গেলেও মুক্তাদি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াবে।
Ñরদ্দুল মুহতার ১/৪৯৬; এমদাদুল ফাতাওয়া ১/৩৩৯; এমদাদুল আহকাম ১/৫৫১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
Masbuker salat
ইমামের পিছনে যোহরের নামায পড়ার নিয়ম
যোহরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ম
আসরের নামাজ ছুটে গেলে
ইমামের পিছনে সালাত আদায় করার নিয়ম
ইমাম কিভাবে নামাজ পড়বে
জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়
চিত্রসহ নামাজের নিয়ম