প্রশ্ন
মুফতী সাহেব আমি কিছুদিন আগে মটরসাইকেল এক্সিডেন্ট করে কপালে খুব আঘাত পেয়েছি, কপালের উপর সিজদা করতে পারি না। তাই নাকের উপর সিজদা করি ৷ জানতে চাই, ঐ আমি কি নাকের উপর সিজদা করার কারণে আমার নামায হবে কি না?
উত্তর
সিজদায় কপাল এবং নাক রাখা জরুরি। কোন কারণে সিজদায় কপাল জমিনে রাখা সম্ভব না হলে শুধু নাক দ্বারা সিজদা করা জায়েয। অতএব আপনি যেহেতু সেজদায় কপাল রাখতে সক্ষম নয় তাই আপনার জন্য শুধু নাকের উপর সিজদা করা জায়েয হবে এবং নাকের উপর সেজদা করলে নামায সহীহ হবে ।
-আদ্দুররুল মুখতার ২/১৩৫; আলমাবসূত সারাখসী ১/২১৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৬; আলবাহরুর রায়েক ২/১১৩৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-আদ্দুররুল মুখতার ২/১৩৫; আলমাবসূত সারাখসী ১/২১৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৬; আলবাহরুর রায়েক ২/১১৩৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক
সিজদায় আগে নাক না কপাল
সিজদার সময় পা কিভাবে রাখবে
সেজদা হাদিস
প্রশান্তির বৈঠক বলা হয় কাকে
সিজদা নাম কি রাখা যাবে
সিজদার ফরজ
সিজদা নামের আরবি অর্থ কি