নবী করীম (না)-এর স্মৃতি চিহ্নসমুহ, জীবদ্দশায় তার বিশেষভাবে
ব্যবহৃত পরিধেয়, অস্ত্রশস্ত্র ও বাহনসমুহ ও তার ব্যবহৃত আৎটি প্রসঙ্গ
আবু দাউদ তার সুনান গ্রন্থে এ প্রসঙ্গে একটি স্বতন্ত্র অধ্যায় সং যোজন করেছেন ৷ এখানে
আমরা তার মুখ্য আলোচনা উপস্থাপন করব এবং তার সাথে কিছু অতিরিক্ত সংযোজন করব ৷
আর আমরা যা কিছু উল্লেখ করব, সে ক্ষেত্রে তারই উপর নির্ভর করব ৷
আবু দাউদ বলেন : আবদুর রহিম ইবনৃ মুতাররিফ আররুআসী আনাস ইবন মালিক
সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুলুল্লাহ্ (না) (যখন) কোন কোন অনারব
রাজা-বাদশার কাছে পত্র লিখতে মনন্থ করলেন, তখন তাকে বলা হল, তারা তে৷ সীলমােহর
ব্যতীত কোন পত্র পাঠ করে না ৷ তাই তিনি রুপার একটি আৎটি বানিয়ে তাতে মোঃ
খোদাই করে নিলেন ৷ হাদীসখানি এভাবেই বিওয়ায়াত করেছেন আবদুল আলা
ইবন হাম্মাদ কাতাদার সনদে ৷ এরপর আবু দাউদ বলেন, ওয়াহব ইবন বাকিয়্যা
হযরত আনাসের বরাতে ঈসা ইবন ইউনুসের হাদীসের মর্মে হাদীস বিওয়ায়াত করেছেন ৷ তবে
তিনি অতিরিক্ত বর্ণনা করো “ওফাত পর্যন্ত এটা তার হাতে ছিল ৷ পরে এ আৎটিটি হযরত
ন্ আবু বকরের হাতে তার (ওফাত পর্বৃন্ত, তারপর হযরত উমরের হাতে তার ওফাত পর্যন্ত এবং
এরপর হযরত উসমানের হাতে ছিল ৷ ” এ সময় তিনি একবার কোন এক কুয়ার নিকট ছিলেন ৷
হঠাৎ আৎটিটি তীর হাত থেকে কুয়াতে পড়ে যায় ৷ পরবর্তীতে তার নির্দেশে কুয়া ঘেচে ফেলা
হলেও তিনি তার সন্ধান পান নি ৷ এ সুত্রে আবু দাউদ, কুতায়বা ইবন সায়ীদ ও আহমদ ইবন
সালিহ্-এর বরাতে আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম
(সা) এর আংটি ছিল রুপার আর তার মণি ছিল হাবশী পাথরের ৷ বুখারী এ হাদীসটি
বিওয়ায়াত করেছেন লায়ছ-এর হাদীস সুত্রে ৷
মুসলিম বিওয়ায়াত করেছেন ইবন ওয়াহব, ত লোহা ও সুলায়মান ইবন বিলাল সুত্রে এবং
নাসাঈ ও ইবন মাজা পুর্বোক্তদের অতিরিক্ত রাবী উসমান ইবন উমর সুত্রে-পাচজনই ইউনুস
ইবন ইয়াযীদ আল-আয়লী (র) সুত্রে পুর্বোক্ত সনদে ৷ হাদীসটি সম্পর্কে তিরমিযী মন্তব্য
করেছেন-এ সুবুত্র হাসান-সহীহ্-গরীব’ অর্থাৎ একক সুত্রীয়, উৎকৃষ্ট ও প্রামাণ্য ৷ আবু দাউদের
পরবর্তী বর্ণনাটি আহমদ ইবন ইউনুস সুত্রে আনাস ইবন মালিক থেকে বর্ণিত ৷ তিনি
বলেন, নবী করীম (না)-এর আৎটি ছিল সম্পুর্ণ রুপার তৈরী, আর মণি ছিল, রুপার ৷ ইমাম
তিরমিযী ও নাসাঈ হাদীসটি বিওয়ায়াত করেছেন যুহায়র ইবন মুআবিয়াআল-জুফী (র)
ঐ সনদে, আর তিরমিষী মন্তব্য করেছেন, এ সুত্রে হাসান সহীহ্ পরীর ৷ বুখাবী আবু
মামার সুত্রে আনাস ইবন মালিক থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা) একটি
আৎটি তৈরী করে বললেন
“আমি একটি আৎটি বানিয়ে তাতে নকশা খোদাই করেছি, অন্য কেউ যেন এ নক্শা
উৎকীর্ণ না করে” ৷ তিনি (আনাস) বলেন, তার কনিষ্ঠাঙ্গুলে আমি যেন তার দ্যুতি দেখতে
পাচ্ছি ৷ পরবর্তী বর্ণনায় আবু দাউদ নুসায়র ইবনুল ফারাজ সুত্রে ইবন উমর থেকে বর্ণনা করেন,
রাসুলুল্লাহ্ (সা) সোনা দিয়ে একটি আষ্ টি বানালেন, এবং তার মণিৱ দিকটি তার তালুর
ভিতরের দিকে করে নিলেন ৷ আর তাতে (মুহাম্মাদ রাসুলুল্লাহ্) নকশা
উৎকীর্ণ করে নিলেন ৷ তখন তার দেখাদেখি লোকেরাও সোনার আ ৎটি বানাল, নবী করীম (সা)
তাদেরকে তা বানাতে দেখে নিজের আৎটি ফেলে দিয়ে বললেন, আর কখনো আমি তা পরবাে
না ৷ এরপর তিনি রুপার একটি আৎটি বানিয়ে তাতে এ ৷ ট্রু)টুএ র্মুঠ্প্ উৎকীর্ণ করলেন ৷
তার (মৃত্যুর) পর হযরত আবু বকর আৎটিটি পরতেন,ত তারপর উমর, তারপর উসমান (রা) ৷
অবশেষে তা হযরত উসমানের হাত থেকে আরীস কুয়া’তে পড়ে যায় ৷ য়ুসুফ ইবন মুসা সুত্রে
বুখাবী তা বর্ণনা করেছেন ৷৩ তারপর ইমাম আবু দাউদ উসমান ইবন আবু শায়ব৷ ইবন
উমর সুত্রে এ হাদীসে নবী (সা) থেকে বর্ণনা করেছেন যে,৩ তিনি তাতে
এই নকশা উৎকীর্ণ করে বললেন, কেউ যেন আমার এ আ টির নকশা খোদাই না করে ৷
এরপর তিনি হাদীসখানি উদ্ধৃত করেছেন ৷ মুসলিম এবং সুনান চতৃষ্টয়ের স ৎকলকণণ সুফ্য়ান
ইবন উয়ায়না সুত্রে এরুপ বর্ণনা করেছেন ৷ পরবর্তী বর্ণনায় আবু দাউদ, মুহাম্মাদ ইবন য়াহয়া
সুত্রে ইবন উমর থেকে নবী করীম (সা) সম্পর্কে বলেন, লোকেরা তা সন্ধান করল; কিন্তু তারা
তা পেল না ৷ পরবর্তীতে ৩হযরত উসমান (রা) আরেকটি আ টি বানিয়ে তাতে
ণ্এে ৷ খোদাই করে নিলেন ৷ বংনািকারী বলেন, পরে তিনি এটি সীলমােহর রুপে ব্যবহার
করতেন ৷ নাসাঈ তা বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবন মামার সুত্রে আবু আসিম আয্ যাহ্হাক
থেকে ৷
আবু দাউদের পরবর্তী বর্ণনা : আৎটি বর্জন
মুহাম্মাদ ইবন সুলায়মান লুওয়ায়ন, ইবরাহীম ইবন সাইদ আনাস ইবন মালিক সুত্রে
বর্ণনা করেন যে, তিনি একদিনের জন্য নবী করীম (না)-এর হাতে একটি আৎটি দেখলেন,
তখন লোকেরা ও আষ্ টি তৈরী করে পরলো ৷ এরপর নবী করীম (সা) তার আ ংটিটি খুলে
ফেললে লোকেরাও তাদের আ ৎটি খুলে ফেলল ৷৩ তারপর বর্ণনাকারী বলেন, যুহরী থেকে এ
হাদীসটি বর্ণনা করেছেন যিয়াদ ইবন সা দ, শুআয়ব ও ইবন মুসাফির ৷ এদের সকলেই বলেন,
আৎটিটি রুপার ৷ গ্রন্থকার বলেন, বুখারীও তা (হাদীসখানি) রিওয়ায়াত ৩করেছেন ৷ য়াহয়া ইবন
বুকায়র আনাস ইবন মালিক সুত্রে৩ তিনি বর্ণনা করেন যে,৩ তিনি একদিন নবী করীম
(না)-এর হাতে একটি রুপার আৎটি দেখতে পেলেন ৷ এরপর লোকেরাও রুপার আৎটি বানিয়ে
পরল , তখন নবী করীম (সা) তার আৎটিটি খুলে ফেললে লােকেরাও তাদের নিজ নিজ আৎটি