প্রশ্ন
প্রত্যেক ফরয নামাযের পর মাথায় হাত দিয়ে যে দুআ পড়া হয় সেটি কোন দুআ? তা হাদীস দ্বারা প্রমাণিত কি না জানতে চাই।
উত্তর
একটি দুর্বল বর্ণনায় পাওয়া যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে তাঁর ডান হাত মাথায় বুলাতেন এবং নিম্নোক্ত দুআটি পড়তেন
بسم الله الذي لا إله الا هو الرحمن، اللهم اذهب عني الهم والحزن
বর্ণনাটির সনদ যেহেতু অনেক বেশি দুর্বল নয় আর বিষয়টিও নামাযের পর যিকির ও দুআর, যা মৌলিকভাবে অনেক দলীল দ্বারা প্রমাণিত তাই এর উপর আমল করার অবকাশ রয়েছে।
উল্লেখ্য যে, উক্ত হাদীসে নামাযের পর দুআটি পড়ার কথা এসেছে। শুধু ফরয নামাযের পর পড়ার কথা আসেনি। অতএব ফরয, নফল সব নামাযের পরই তা পড়া যাবে।
তবারানী, আওসাত ৪/১২৬, হাদীস ৩২০২; মাজমাউয যাওয়াইদ, হায়ছামী ১০/১৪৪; তারীখে বাগদাদ ১২/৪৮০; নাতাইজুল আফকার ২/২০৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফরজ নামাজের পর দোয়া
প্রত্যেক নামাজের পর মাথায় হাত দিয়ে দোয়া
ফরজ নামাজের পর দোয়া করার দলিল
ফজরের নামাজের পর দোয়া কবুল
নামাজের শেষে মোনাজাত কিভাবে করতে হয়
ইয়া কাবিয়ু অর্থ কি
ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কি
ফরজ সালাতের পর দোয়া কবুল হয়