প্রশ্ন
ময়ুরের গোশত খাওয়া জায়েয আছে কি?
উত্তর
হ্যাঁ, ময়ুর হালাল প্রাণী এবং এর গোশত খাওয়া হালাল।
ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯০; রদ্দুল মুহতার ৬/৩০৬; আলমুহীতুল বুরহানী ৮/৪১৬; বাদায়েউস সানায়ে ৪/১৫৫; আলমুগনী, ইবনে কুদামা ১৩/৩২৭; আশশারহুল কাবীর ৬/৩৮; আযযখীরা ৪/১০৫; হায়াতুল হায়াওয়ান ৩/৫-১৫; আলমুহাল্লা বিলআছার ৬/৮৪; আপকে মাসায়েল আওর উনকা হাল ৪/২৫৩
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ময়ূর খাওয়া কি হালাল
শালিক পাখি কি খাওয়া জায়েজ
পাখি শিকার করা কি জায়েজ
কোন কোন পাখি খাওয়া হালাল
কালিম পাখি কি খাওয়া যায়
বাজরিগার পাখি কি খাওয়া যায়
ডাহুক পাখি খাওয়ার উপকারিতা