Home » অনুবাদকৃত বইসমুহ » আল বিদায়া ওয়ান্নিহায়া - খন্ড ৫ » রাসূলাল্লাহ্ (সা ) সকাশে হারিছ ইবন হাসসান আল-বিকরীর প্রতিনিধিত্ব প্রসংগে

রাসূলাল্লাহ্ (সা ) সকাশে হারিছ ইবন হাসসান আল-বিকরীর প্রতিনিধিত্ব প্রসংগে

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • সম্ভবত তোমাদের এ সাথী আল্লাহর কাছে বাদশাহ সুলায়মান (আ)-এর চাইতেও উত্তম ৷
    কােনা, মহান মহীয়ান আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, প্রত্যেকটি একটি বিশেষ দুঅড়াব
    ইখতিয়ার দিয়েছেন ৷ নবীগণেব কেউ কেউ সে দুআটি পার্থিব প্রয়োজন পুরণে গ্রহণ করেছেন,
    তাই দুনিয়ার জকে তাই দেয়া হয়েছে ৷ কোন কোন নবী তার কওম তীর অবাধ্য হলে তাদের
    জন্য বদ-দুআ করেছেন, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছে ৷ আল্লাহ্ আমাকেও একটি
    বিশেষ দুআর ইখতিয়ার দিয়েছেন, আমি তা কিয়ড়ামতের দিন আমার প্রতিপালকের দরবারে
    আমার উম্মতের জন্য শাকাআত করার উদ্দেশ্যে সংরক্ষিত রেখেছি ৷”

    তারিক ইবন আবদুল্লাহ ও তার সঙ্গীদের আগমন প্রসঙ্গ

    হাফিজ বায়হাকী (র) আবু খাব্বাব আল-কালবী (ব) থেকে তারিক ইবন আবদুল্লাহ সুত্রে
    বলেন, তিনি বলেছেন, “আমি যুল মাজায’ বাজারে দাড়িয়েছিলাম ৷ তখন জুববা পরিহিত এক
    ব্যক্তি এগিয়ে আসলে ৷ সে বলছিল, লোক সকল! লা ইলাহা ইল্লাল্লাহ্’ স্বীকার করে নাও,
    তোমরা সফলতা লাভ করবে ৷ আর এক ব্যক্তি তাকে কঙ্কর ছুড়তে ছুড়তে তার পিছু পিছু
    আসছিল ৷ সে বলছিল, লোক সকল ! এ লোকটি মিথুদ্রক ৷ আমি বললাম, (সামনের) এ লোকটি
    কে? লোকেরা বলল, এ হচ্ছে বনু হাশিম পরিবারের এক তরুণ যে নিজেকে আল্লাহর রাসুল
    বলে দাবী করে থাকে ৷ ’ আমি বললাম, আর যে লোকটি তার সাথে এ আচরণ করে চলেছে সে
    লোকটি কে? তারা বলল, যে তার চাচা আবদুল উঘৃবা ৷ তারিক (বা) বলেন, এরপর লোকেরা
    ইন্সাম গ্রহণ করে যখন হিজ্যাত করল, তখন মদীনা থেকে খেজুর ও রসদ সংগ্রহের উদ্দেশ্যে
    আমরা রাবামা থেকে মদীনা অভিমুখে সফর করলাম ৷ মদীনায় বাগ-বাগিচার ও খেজুর ৰিথীর
    কাছাকাছি পৌছলে আমি বললাম, এখানে নেমে পড়ে আমাদের পোশাক পাল্টে নিলে মন্দ হয়
    না ৷ ইতোমধ্যে দু’খানা পুরান কাপড় পরা এক ব্যক্তি এসে আমাদের সালাম করে বলল, এ
    ক্রো৷ কােথেকে আসছে? আমরা বললাম, রাবাবা থেকে ৷ লোকটি বললো, গতব্য কোথায়?
    স্কো কালাম, এ মদীনায় উদ্দেশ্যেই আগমন ৷ লোকটি বলল, এখানে কী প্রয়োজনে
    তোমাদের আগমন? আমরা বললাম, বেচাকেনা করে এখানকার খেজুর সংগ্রহ করবো ৷
    আমাদের সাথে এক হাওদানাশীনা ও তার বাহন রয়েছে, আরও রয়েছে নাকে রশি পাথা একটি
    দল উট ৷ সে বলল, ণ্তামাদের এ উটটি আমার কাছে রেচবে কি ? আমরা বললাম, হী, এত
    এত মা১ খুরমার বিনিময়ে ৷ তারিক (বা) বলেন, লোকটি আমাদের দাবীকৃত শুন্য থেকে কিছু
    ৰ্ষ্ম করতে না বলেই উটের দড়ি ধরে চলে যেতে লাগল ৷ লোকটি বাগানের বেষ্টনী দেয়াল ও
    ড্রো সারির আড়ালে চলে গেলে আমরা বলড়াবলি করলাম ৷ কাজটা কী করলাম, আল্লাহর
    আমরা তো কোন পরিচিত লোকের কাছে উটটি বিক্রি করি নি, তবুও তার কাছ থেকে

    করুনন্যায্য মুল্য না ৷রেখেই তাকে যেতে দিলাম ? তারিক (রা) বলেন, কাফেলার যেয়ে লোকটি
    বলতে লাগল, “আল্লাহর কসম ! আমি তো এমন একজন লোক দেখলাম, তার চেহারা যেন
    পুর্ণিমার রাতের চাদের টুকরো ৷ আমি তোমাদের উটের মুল্যের দায়-দায়িতু নিচ্ছি ৷ ’
    ইংত্৩ ত্ত্বমধ্যে লোকটি ফিরে আসতে দেখা গেল ৷ সে এসে বলল,
    আমিণ্ আমাদের কাছে আল্লাহর রাসুল ও প্রেরিত পুরুষ! এই নাও তোমাদের খুরমা ৷
    (আগে ) খেয়ে নাও এবং পরি৩ ট্রুপ্তির সাথে খাও, তারপর পুরোপুরি ও পুর্ণাঙ্গ পরিমাপ করে নিয়ে
    নাও ৷’ আমরা পেট পুরে খেলাম এবং পুরোপুরি মােপ নিলাম ৷ তারপর আমরা মদীনাশ ত্বহরে
    ঢুকে মসজিদে (নবৰীতে ৩) গেলাম ৷ দেখি কী সেই লোকটি যিম্বায়ে দাড়িয়ে ভাষণ দিচ্ছেন ৷
    আমরা তার ভাবণের এ অংশ তাকে বলতে শুনলাম-ণ্

    “দান সাদাকা করতে থাক, সাদাকা করা তোমাদের জন্য উত্তম ৷ দাতা হাত গ্রহীতা হাতের
    চাইতে উত্তম ৷ মা-বম্পো , বোন, ভাই এবং ক্রমান্বয়ে নিকটজন এর প্রতি দান করবে ৷

    এসময় বনু ইয়ারবু কিৎরা আনসাৰী এক ব্যক্তি এগিয়ে গিয়ে বলল, ইয়া রাসুলড়াল্লাহ্ৰু এ
    গোত্রের কাছে জাহিলী যুগের আমাদের খৃনের বদলা (রক্তপণ ) প্রাপ্ত রয়েছে ৷ তিনি বললেন,
    “বাঘের অপরাধের দায়দায়িতৃ সন্তানের উপরে বর্তায় না ৷ কথাটি তিনি তিনবার বললেন ৷

    মাসাঈ (র) ইউসুফ ইবন ঈসা (র)তারিক ইবন আবদুল্লাহ আল সৃহারিবী (র) সুত্রে এ
    হাদীসের সাদাকড়ার কষীলত অংশ বিশেষ রিওয়ারাত করেছেন ৷ হাফিজ বায়হাকী (র)
    হড়াদীসখানি বিশদতাবে রিওরারাত করেছেন ৷ এ রিওরায়াতে মহিলার উক্তি উদ্ধৃত করা হয়েছে
    এভাবে “ পবস্পা ভভুসনায় লিপ্ত হয়াে না আমি তো এমন এক লোকের চেহারা দেখেছি, যে
    কখনো বিশ্বাস তম করতে পারে না ৷ পুর্ণিমা রাতের সাথে র্তার মুখাবয়বের চেয়ে অধিকতর
    সাদৃশ্যপুর্ণ আর কোন চেহারা আমি দেখিনি ৷
    ফারওয়া ইবন আমর আল জুযামী মআেন অঞ্চলের শাসক এর দুত-এর আগমন

    ইবন ইসহাক (র) বলেন, ক ড়ারওরা ইবন আমর ইবনুন না ড়াফিরা আল জুযামী আননুফাহী
    তার ইসলাম গ্রহণের স বাদ জা ড়ানিয়ে রাসুলুল্লাহ্ (সা) সকাশে একজন দুত পাঠালেন ৷ সাথে
    হাদিয়াস্বরুপ একটি সাদা খচ্চরও পাঠালেন ৷ ফারওরা তার পার্শ্ববর্তী আরব অঞ্চলের জন্য
    রোম সম্রাটের মনোনীত শাসক ছিলেন ৷ তার শাসন কেন্দ্র ছিল ম আেন এ ৷ মাআন ও
    পার্শ্ববর্তী সিরীয় অঞ্চল ছিল তার শাসিত এলাকা ৷ রোমানদের কাছে তার ইসলাম গ্রহণের
    হুবাদ পৌছলে তারা র্তীকে তলর করে পাঠান এবং তাকে গ্রেফতার করে নিয়ে নিজেদের
    এলাকায় কারারংদ্ধ করে রাখল ৷ বন্দী অবস্থায় রচিত তার কবিতা

    “বন্ধু ও সঙ্গীদের চোখ এড়িয়ে গভীর রাতে সুলায়মার কাছে যাচ্ছিলাম ৷ রােমানরা ওত্
    পেতে ছিল দরজা ও পুকুরের মাঝের আঙ্গিনড়ায় ৷ দৃশ্য দেখে মন এল্যেমােলা হয়ে গেল ৷

    ১ মাআন জর্দানের একটি গুরুত্বপুর্ণ প্ৰশাসকি ও বাণিজ্যিক কেন্দ্র ৷

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ রাসূলাল্লাহ্ (সা ) সকাশে হারিছ ইবন হাসসান আল-বিকরীর প্রতিনিধিত্ব প্রসংগে Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.