প্রলয়বেগে বিক্ষুব্ধতা ছড়িয়ে পড়ুক তোর প্রাণে! লাগুক আগুন শিরায় শিরায় হিম ধরা তোর খুনে। আয়রে আজি ময়দানেতে জীবন বাজি রেখে, রণদামামা উঠুক বেজে আল্লাহু আকবার ডাকে! আর কতকাল থাকবিরে বল নিদ্রাঘোরে ডুবে? ভয় কেনো তোর শহীদ হতে জান্নাত পেতে তবে?? মরতে তো তোর হবেই হবে তবে কেনো এই হেলা?! আর দেরী নয় উঠরে জেগে বিশ্ব দেখুক রণ খেলা! ঘরের কোণে লুকিয়ে থাকা কাপুরুষের বুলি হাঁকা শান্তিকামী আর নয় রে! ওমর ,খালিদ,মুসা ,তারিক তোদের হাতেই আসুক রে... বন্দীশালায় বুটের থাবায় প্রাণ যাচ্ছে ওই অকাতরে! অকারণে জ্বলছে মানুষ নির্বাসিত দেশান্তরে ... অশ্রু যাদের নিত্য সাথী তাঁরাই জঙ্গি হায় নিয়তের! তাই....... বের করে নে তোর ঘুমিয়ে রাখা মুড়িয়ে থাকা সে শমশের! তাকবীর দিয়ে কাঁপিয়ে তোলো ভেঙ্গে ফেলো তখ্ত দ্বার! এগিয়ে চলো জাগিয়ে তোলো বলো আল্লাহু আকবার! আল্লাহু আকবার!! মাহমুদ বিন ফারুকী
