তায়েফ যুদ্ধ

তাদের সেনাপতি স্বয়ং নবী করীম (সা) ৷ তিনি অতি দৃঢ়পদ ৷ পবিত্র-চিত্ত ৷ ধৈর্যশীল ও সংযমী ৷ সঠিক সিদ্ধাম্ভদাতা, প্রজ্ঞাশীল,

আওতাস যুদ্ধ

করার জন্যে দাওয়াত দেন এবং বলেন, “হে আল্লাহ্ ! আপনি তার উপর সাক্ষী থাকুন ৷” তারপর আবু আমির (রা) তাকে

হুনায়ন যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনীর পলায়ন এবং শেষে বিজয় লাভ

আল্লাহ তাআলা মুশরিক বাহিনীকে পরাজিত করেন ৷ এতে র্তার তলোয়ারও চালাতে হয়নি এবং বর্শাও নিক্ষেপ বরোর প্রয়োজন হয়নি ৷ রাবী

মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ্ (সা) -এর কতিপয় নির্দেশ

করতে দেখেছেন ৷ তিনি বলেন, রাসুলুল্লাহ্ (না) যায় তুল্লাহ্র কবৃণ’ এর নিকট র্তাকে সম্মুখে রেখে উপরেশন করেন ৷ এরপর লোকদের

মক্কায় রাসূলুল্পাহ্ (সা)ন্এর অবস্থান-কাল

জন্যে ক্ষমা প্রাংনি৷ করুন ! এরপর সন্ধ্য৷ হলেও তিনি জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে দণ্ডায়মান হলেন ৷ প্রথমে আল্লাহর যথোপোযুক্ত প্রশংসা

ঊবৃযা মূর্তি ধ্বংসে খালিদ ইবৃন ওয়ালীদকে প্রেরণ

মক্কায় রাসুলুল্লাহ্ (সা) এর অবস্থান-কাল মক্কা বিজয়ের পর রমযান মাসের অবশিষ্ট দিনগুলো রাসুলুল্লাহ্ (সা) সেখানেই কাটান ৷ এ সময়ে তিনি

মক্কা বিজয়ের পর খালিদ ইবৃন ওয়াসীদকে বনূ জুঘায়মা ইবৃন কিনানার উদ্দেশ্যে প্রেরণ

ইমাম আহমদ বলেন : আমার নিকট আবদুর রাঘৃযাক আবদুল্লাহ ইবন উমার (রা) সুত্রে বর্ণনা করেছেন ৷ তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা)