ইসলামী ফতোয়া

ঋতুস্রাব চলাকালে গিলাফ সহকারে বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে...

উত্তর

প্রশ্ন ঋতুস্রাব চলাকালে গিলাফ সহকারে বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে কুরআন মজীদ স্পর্শ করতে কোনো সমস্যা আছে কি? জানিয়ে কৃতজ্ঞ করবেন। উত্তর ঋতুকালে বা অপবিত্র অবস্থায় কুরআন মজীদ স্পর্শ করা নাজায়েয। হ্যাঁ, এ অবস্থায় কুরআন মজীদ ধরার প্রয়োজন হলে গিলাফ বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে ধরা যাবে। তবে পরিহিত বস্ত্রের আঁচল বা তার অন্য কোনো অংশ দ্বারা স্পর্শ করা উচিত নয়। -আলমুহীতুল বুরহানী ১/৪০২; রদ্দুল মুহতার ১/২৯৩; আলবাহরুর রায়েক ১/২০১; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ইতেকাফ ভঙ্গের কয়েকটি কারণ নতুন মসজিদ নির্মাণের মাসায়েল এতেকাফ মাসিক আল কাউসার নামাজের মাসায়েল আল কাউসার মাসিক আল কাউসার তাবিজ মাসআলা প্রশ্ন টান সমিতি কি জায়েজ সম্মিলিত জিকিরের দলিল
সব ফতোয়া দেখুন কুরআন ক্যাটাগরি