ইসলামী ফতোয়া

এক মহিলা কোনো কারণে মান্নত করেছিল যে, আগামী সপ্তাহে রোযা...

উত্তর

প্রশ্ন এক মহিলা কোনো কারণে মান্নত করেছিল যে, আগামী সপ্তাহে রোযা রাখবে। কিন্তু ঘটনাক্রমে ঐ সপ্তাহের শেষ দিকে তার মাসিক এসে যায়। যার কারণে শেষের দুই দিন সে রোযা রাখতে পারেনি। এখন তার করণীয় কী? সে ঐ মান্নত কীভাবে পূর্ণ করবে? উত্তর উক্ত মহিলা পবিত্র হওয়ার পর ঐ রোযাটি রেখে নিবে। এতে তার মান্নত পুরা হয়ে যাবে। -কিতাবুল আছল ২/১৬৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সপ্তাহে কোন দিন রোজা রাখা নিষেধ কোন কোন দিন রোজা রাখা হারাম সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নত রাসুল সাঃ সোমবার কেন রোজা রাখতেন নফল রোজার সেহরির সময় প্রতি মাসে তিনটি রোজা শুক্রবার রোজা রাখা যাবে কি বছরের কোন দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ এবং কেন
সব ফতোয়া দেখুন কসম-মান্নত ক্যাটাগরি