ইসলামী ফতোয়া
                    
                                        
                                    এক লোক মান্নত করেছে যে, তার চাকুরি হলে ৪ হাজার...
উত্তর
                        প্রশ্ন    এক লোক মান্নত করেছে যে, তার চাকুরি হলে ৪ হাজার টাকা মূল্যের একটি ছাগল ফকীরদেরকে সদকা করবে। চাকুরি হওয়ার পর মান্নত আদায়ের জন্য লোকটি তার এক নিকটাত্মীয় থেকে ৩ হাজার টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে, যার বাজার মূল্য চার হাজার টাকা। এখন সে জানতে চায়, ৪ হাজার টাকা মূল্যের ছাগল ৩ হাজার টাকা দিয়ে ক্রয় করে তা সদকা করলে মান্নত আদায় হবে কি না?    উত্তর    প্রশ্নের বিবরণ অনুযায়ী বাস্তবেই যদি ঐ ছাগলের বাজারমূল্য ৪ হাজার টাকা হয়ে থাকে তাহলে সেটি সদকা করলেও তার মান্নত আদায় হয়ে যাবে।  -আলমুহীতুল বুরহানী ৬/৩৬২; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৫২    উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার        মান্নতের মাসআলা আল কাউসার    মান্নতের গোশত খাওয়ার বিধান    মান্নতের টাকা মসজিদে দেওয়া    মান্নতের পশু      মান্নতের পশু মারা গেলে    মান্নত কত প্রকার    কুরবানীর মান্নত    মান্নতের কাফফারা কি