ইসলামী ফতোয়া
                    
                                        
                                    বিশজন ফকীরকে খানা খাওয়ানোর মান্নত করে দুজনকে দশ বেলা খাওয়ানো ৷
উত্তর
                        প্রশ্ন  হুজুর আমার ছেলে অসুস্থ থাকা অবস্থায় আমার মা মান্নত করেছিল, আমার ছেলে সুস্থ হলে বিশজন ফকিরকে দাওয়াত করে খাওয়াবে। আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন। এখন প্রশ্ন হল, বিশজন ফকিরকেই খাওয়াতে হবে? যদি দুজন কে দশবেলা অথবা পাচজনকে চার বেলা খাওয়ায় তাহলে মান্নত আদায় হবে কি না?  উত্তর  আপনার মা যেহেতু বিশজন ফকিরকে খাওয়ানোর মান্নত করেছে, তাই বিশজন ফকিরকে এক বেলা খাওয়াতে হবে। অবশ্য দুজনকে দশ বেলা অথবা পাঁচজনকে চার বেলা খাওয়ালেও মান্নত আদায় হয়ে যাবে। - বাদায়েউস সানায়ে ৪/২৩৫; আলমুহীতুল বুরহানী ৬/৩৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮৭৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী:জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        মান্নতের মাসআলা আল কাউসার    কসম কাটার নিয়ম    মান্নতের পশু    মান্নতের কাফফারা কি      মান্নতের গোস্ত খাওয়ার বিধান    মান্নতের পশু মারা গেলে    মান্নতের টাকা মসজিদে দেওয়া    মানত করার নিয়ম