ইসলামী ফতোয়া
মাজারে বা পীর মুর্শীদের নামে মান্নত করা ৷
উত্তর
প্রশ্ন হুজুর আমার বড় আপু কোন এক কারণে কিছুদিন আগে মান্নত করেছিল যে, তার উদ্দেশ্যে পুরন হলে মাজারে একটি ছাগল দিবে ৷ তাই জানার বিষয় হলো, তার উক্ত মান্নত পুরনের বিধান কি? জানালে উপকৃত হবো ৷ উত্তর মাজারে কিংবা মৃত বা জীবীত পীর মুর্শীদ বা আল্লাহর ওলী কিংবা নবী রাসূল যেই হোক না কেন একমাত্র আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েয নেই ৷ সম্পুর্ন হারাম। এবং সুষ্পষ্ট শিরকের শামিল। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বোনের মান্নত সহিহ হয়নি বিধায় তা পালন করতে হবে না ৷ -রদ্দুল মুহতার-২/৪৩৯ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন মান্নতের গোস্ত খাওয়ার বিধান মান্নতের পশু মারা গেলে মান্নতের মাসআলা মান্নত কে খেতে পারবে জানের বদলে জান সদকা মান্নতের পশুর বয়স সদকার মাংস কারা খেতে পারবে