ইসলামী ফতোয়া
                    
                                        
                                    গরু-ছাগল সদকার মান্নত করার পর তার মূল্য পরিশোধ করা৷
উত্তর
                        প্রশ্ন  কেউ যদি এই বলে মান্নত করে যে, যদি সে সুস্থ্য হয়, তাহলে উক্ত গরু বা ছাগলটি দান করে দিবে। এখন সুস্থ্য হওয়ার পর তার বদলে যদি মূল্য দান করে, তাহলে তার মান্নত পূর্ণ হবে কি?  উত্তর  হ্যাঁ, উক্ত ছাগলের মূল্য পরিশোধ করেলেও তার মান্নত পূর্ণ হবে। এবং ছাগলও সদকা করতে পারে। এমনি দলিলঃ ফতওয়ায়ে খানিয়া আলা হামেশে হিন্দিয়া ১/৬৯; তাতারখানিয়া ৫/৪১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393  উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        মান্নতের গোশত খাওয়ার বিধান    মান্নতের মাসআলা আল কাউসার    মান্নতের টাকা মসজিদে দেওয়া    মান্নতের পশু মারা গেলে      মান্নত কাকে বলে    কুরবানীর মান্নত    মান্নত কত প্রকার    মান্নত কে খেতে পারবে