ইসলামী ফতোয়া
                    
                                        
                                    আমি ঢাকায় চাকরি করি। আমার বাড়ি সিলেট। এক মাস পর...
উত্তর
                        প্রশ্ন    আমি ঢাকায় চাকরি করি। আমার বাড়ি সিলেট। এক মাস পর পর ৪/৫ দিনের ছুটিতে বাড়ি যাই। ছুটির মধ্যে কখনো ১/২ দিনের জন্য জরুরি কাজে চাকুরিস্থলে আসতে হয়। জানার বিষয় হল, দু’ একদিনের জন্য চাকরিস্থলে এলে আমি মুকিমের নামায পড়ব না মুসাফিরের?    উত্তর    প্রশ্নোক্ত ক্ষেত্রে চাকরিস্থল ঢাকায় দু’ একদিনের জন্য এলেও আপনি মুকিম গণ্য হবেন। তাই কসর নয়, পুরা নামাযই পড়তে হবে।  শরহুল মুনইয়া ৫৪৪; আলবাহরুর রায়েক ২/১৩৬; ইমদাদুল ফাতাওয়া ১/৭২৩    উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার        যোহরের কসর নামাজ কত রাকাত    সফরের নিয়ম    কসর নামাজের আরবি নিয়ত    অগ্রিম নামাজ পড়ার নিয়ম      মুসাফিরের ইমামের পিছনে মুকিমের নামাজ    সফরের মাসআলা    কসর নামাজের নিয়ম আল কাউসার    মুসাফিরের ঈদের নামাজ