ইসলামী ফতোয়া

মোজার উপর মাসাহ করার বিধান ৷

উত্তর

প্রশ্ন মোজার উপর মাসাহ করার হুকুম কি? কি ধরনের মোজার উপর মাসাহ করা যাবে? আমাদের দেশে প্রচলিত কাপেড়র তৈরী মোজার উপর মাসেহ করা যাবে কি? অযু করে মোজাহ পরার পর কতদিন পর্যন্ত মাসাহ করা যাবে? বিস্তারিত জানাবেন! উত্তর মোজা যদি চামড়ার তৈরি হয় বা এমন কোন জিনিষের তৈরি হয় যা পরিধান করার পর পায়ে পানি পরলে পানি চামড়ায় পৌছে না যেমন পুলিশের বুট ইত্যাদি, অথবা মোজা এতটুকুই মোটা ও শক্ত কাপড়ের হয় যে, মোজাকে কোন কিছু দিয়ে বাঁধা ছাড়াই শুধু মোজা পা দিয়ে চার মাইলের মত হাটা যাবে, কিন্তু মোজা ছিড়বে না ৷ এসব মোজা যদি দিয়ে যদি টাখনু ঢাকা থাকে, এমকতাবস্থায় তার উপর মাসাহ করা বৈধ ৷ অতএব আমাদের দেশের প্রচলিত কাপড়ের পাতলা মোজার উপর মাসাহ করা কিছুতেই জায়েজ নয়। পবিত্র অবস্থায় মোজা পরিধান করার পর মুকিম হলে একদিন এক রাত পর্যন্ত আর মুসাফির হলে তিনদিন তিন রাত পর্যন্ত উক্ত মোজার উপর মাসাহ করতে পারবে। অতপর মোজা খুলে পুনরায় পা ধুয়ে নিতে হবে৷ দলিলঃ আবু দাউদ হাদীস নং ১৫৭, ১৫৯; হেদায়া ১/৬১; বাদায়েউস সানায়ে ১/১০১ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন কাপড়ের মোজার উপর মাসেহ করার বিধান সুতার মোজার উপর মাসেহ মোজার উপর মাসেহ করার নিয়ম মাসেহ করার পদ্ধতি জুতার উপর মাসেহ ব্যান্ডেজের উপর মাসেহ করার নিয়ম মোজার উপর মাসেহ আহলে হক মিডিয়া
সব ফতোয়া দেখুন সফর ক্যাটাগরি