ইসলামী ফতোয়া
খালা শাশুড়ির সাথে দেখা-সাক্ষাত করা জায়েয আছে কি না?
উত্তর
প্রশ্ন খালা শাশুড়ির সাথে দেখা-সাক্ষাত করা জায়েয আছে কি না? উত্তর খালা শাশুড়ি মাহরাম নয়। তার সাথে পর্দা করা জরুরি। দেখা-সাক্ষাত করা জায়েয় নয়। -সহীহ বুখারী ২/৭৬৬; আলবাহরুর রায়েক ৩/৯৭; বাদায়েউস সানায়ে ২/৫৩৯; ফাতহুল কাদীর ৩/১২৪; আদ্দুররুল মুখতার ৩/৩৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার