ইসলামী ফতোয়া
বড় ভাইয়ের বিয়ের জন্য প্রস্তাব এসেছে। ছোট ভাই বা ভগ্নিপতি...
উত্তর
প্রশ্ন বড় ভাইয়ের বিয়ের জন্য প্রস্তাব এসেছে। ছোট ভাই বা ভগ্নিপতি বিয়ের জন্য পাত্রী দেখতে চায়। তারা কি পাত্রীকে দেখতে পারবে? পাত্র পক্ষের পুরুষদের মধ্যে কে কে পাত্রী দেখতে পারবে? উত্তর পাত্রপক্ষের কোনো পুরুষ পাত্রীকে দেখতে পারবে না। প্রয়োজনে পাত্রের মহিলা আত্মীয়দের দিয়ে পাত্রী দেখিয়ে নিতে পারবে। সুতরাং পাত্রের ভাই-ভগ্নিপতি পাত্রী দেখতে পারবে না। এমনকি বিবাহ সম্পন্ন হওয়ার আগে পাত্রের পিতার জন্যও মেয়েকে দেখা জায়েয নয়। -সূরা নূর : ৩০-৩১; মুসনাদে আহমদ, হাদীস : ১৩৪২৪; রদ্দুল মুহতার ৫/২৩৭; রওজাতুত তালেবীন ৭/২০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার বড় বোন থাকতে ছোট বোনের বিয়ে এক কথায় প্রকাশ বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে যার কিছু নেই এক কথায় প্রকাশ কুমারীর পুত্র এক কথায় প্রকাশ সরব ' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে ? যিনি ন্যায়শাস্ত্র জানেন যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে