ইসলামী ফতোয়া

দুধ সম্পর্কীয় ভাইয়ের বোনকে বিবাহ করা ৷

উত্তর

প্রশ্ন মুফতী সাহেব একটি প্রশ্নের উত্তর জানাবেন ৷ প্রশ্নটি হলো, ছোটকালে দীর্ঘদিন আমি ছোট খালার দুধ পান করেছি। এখন এই খালার ছেলে অর্থাৎ খালাত ভাই আমার আপন ছোট বোনকে বিয়ে করতে চায়। তার জন্য কি আমার ছোট বোনকে বিয়ে করা বৈধ হবে? উত্তর জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উক্ত খালাত ভাইয়ের জন্য আপনার ছোট বোনকে বিবাহ করা জায়েয। কারন আপনি তার মায়ের দুধ পান করার কারণে আপনার বোনের সাথে তার দুধ সম্পর্ক হয়নি। -আলবাহরুর রায়েক ৩/২২৭; বাদায়েউস সানায়ে ৩/৪০০; আদ্দুররুল মুখতার ৩/২১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন বিবাহ-তালাক ক্যাটাগরি