ইসলামী ফতোয়া
বিয়ে শাদী কি তাকদীরের ফায়সালা?
উত্তর
প্রশ্ন আমি জানতে চাই, মানুষের বিয়ে শাদী কি তাকদীরী বিষয়? কার বিবাহ কখন হবে,কোথায় হবে ,কার সঙ্গে হবে, এসব কি পুর্ব থেকে আল্লাহ তায়ালা নির্ধারন করে রেখেছেন ? যদি নির্ধারিত হয় , তাহলে আমাদের পাত্র পাত্রী যাচাই বাছাই করতে হবে কিনা? উত্তর জ্বী, মানুষের বিয়ে শাদী তাকদীরী বিষয় সবকিছু আল্লাহ তায়ালা নির্ধারন করে রেখেছেন ৷ মানুষের জীবনসঙ্গী কে হবে? তা আল্লাহ তাআলা জানেন। কেননা আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ﻭَﺧَﻠَﻘْﻨَﺎﻛُﻢْ ﺃَﺯْﻭَﺍﺟًﺎ [ ٧٨ : ٨ আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, {সূরা নাবা-৮} কিন্তু বান্দা যেহেতু জানে না। তাই বান্দা সর্বোচ্চ চেষ্টা করবে এবাং যাচাই বাছাই করবে ভাল পাত্র-পাত্রী দেখে বিবাহ করতে। উল্লেখ্য যে, এগুলো তাকদীরের বিষয় ৷ এসব বিষয়ে আলোচনা ও চিন্তা ফিকির করতে রাসূল সাঃ নিষেধ করেছেন। তাই আলোচনা ও চিন্তা ফিকির থেকে বিরত থাকা উচিত ৷ -সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৪; মেরকাত শরহে মেশকাত ১/২৫৬৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন প্রেম করে বিয়ে কি ভাগ্যে লেখা থাকে কার বিয়ে কখন হবে গুগোল আমার কার সাথে বিয়ে হবে কার সাথে বিয়ে হবে তা কি জন্মের আগেই নির্ধারিত আমার কোথায় বিয়ে হবে বিয়ে তাকদীর কার সাথে বিয়ে হবে জানার উপায় জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে