ইসলামী ফতোয়া

মহিলারা যদি রমযান মাসে কোনো ওষুধ প্রয়োগের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ...

উত্তর

প্রশ্ন মহিলারা যদি রমযান মাসে কোনো ওষুধ প্রয়োগের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখে তাহলে ওই দিনগুলোতে রোযা রাখতে পারবে কি না এবং এতে রোযার কোনো ক্ষতি হবে কি না? উত্তর রমযান মাসে কোনো মহিলা ওষুধ খেয়ে স্রাব বন্ধ রাখলে ওই দিনগুলোতেও তাকে রোযা রাখতে হবে। তার এ রোযাগুলো ত্রুটিযুক্ত হবে না; বরং পূর্ণ সহীহ বলেই গণ্য হবে। উল্লেখ্য, ঋতুস্রাব মহিলাদের স্বভাবজাত বিষয়। এ অবস্থায় রোযা না রাখার বিধান রয়েছে এবং এর পরিবর্তে অন্য সময় রোযা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং রমযানে স্রাব বন্ধকারী ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। কেননা রমযানে ¯্রাবের কারণে রোযা না রাখলেও শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না। উপরন্তু ঔষধ ব্যবহারে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক ক্ষতির আশংকা থাকে। তাই এ থেকে বিরত থাকাই উচিত। -জামিউ আহ্কামিন নিসা ১/১৯৮; ফাতাওয়া রহীমিয়া ৮/১৩৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার রোজা অবস্থায় মাসিক হলে করণীয় পিরিয়ডের কত দিন পর রোজা রাখা যাবে রোযা অবস্থায় হায়েজ হলে মহিলাদের রোজা ভঙ্গের কারণ ঔষধ খেয়ে হায়েজ বন্ধ করার হুকুম কি হায়েজ অবস্থায় রোজার বিধান মাসিক অবস্থায় মহিলাদের নামাজ রোজার বিধান কি মেয়েদের মাসিকের সময়সীমা
সব ফতোয়া দেখুন বিবাহ-তালাক ক্যাটাগরি