ইসলামী ফতোয়া
সিজারে সন্তান হলে পরবর্তী স্রাব হায়েজ হিসেবে গন্য হবে নাকি নেফাস হিসেবে?
উত্তর
প্রশ্ন বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মহিলার সিজারের মাধ্যমে সন্তান হয়। তাই জানার বিষয় হলো, সন্তান পরবর্তী যে স্রাব দেখা যায় তা কি নেফাসের রক্ত হিসেবে গণ্য হবে? নাকি হায়েজ হিসেবে? এক্ষেত্রে কতদিন পর্যন্ত স্ত্রী সহবাস হারাম এবং নামায বন্ধ থাকবে? উত্তর সন্তান স্বাভাবিক নিয়মে ভূমিষ্ট হোক বা সিজারের মাধ্যমে হোক, ভূমিষ্ট হওয়ার পর মহিলার যে রক্তস্রাব আসে তা নেফাস বলেই গণ্য হবে। হয়েজ হিসেবে নয় ৷ তাই চল্লিশ দিনের ভিতরে স্রাব বন্ধ না হলে স্ত্রী সহবাস হরাম এবং তার নামায পড়তে বন্ধ থাকবে ৷ তবে চল্লিশ দিনের ভিতরে যেদিন-ই স্রাব বন্ধ হবে সেদিন থেকে গোসল করার পর সবকিছু বৈধ হবে ৷ -আলবাহরুর রায়েক ১/২১৮; আদ্দুররুল মুখতার ১/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন