ইসলামী ফতোয়া

পিরিয়ড বা ঋতুস্রাবগ্রস্থা নারীর কোন অঙ্গ স্পর্শ করা৷

উত্তর

প্রশ্ন মেয়েদের পিরিয়ডের সময় তাকে কেউ স্পর্শ করতে পারবে কিনা? এবং তার স্বামীর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সমস্ত অঙ্গ স্পর্শ করা জায়েজ আছে কিনা? উত্তর পিরিয়ডগ্রস্থা মেয়েকে স্পর্শ করা জায়েয৷ তাকে স্পর্শ করার দ্বারা নাপাক হবে না৷ আর স্বামীর জন্য স্ত্রীর সাথে সম্পর্কের তিন সূরত। যথা- ১- সহবাস করা। এটি নিঃসন্দেহে হারাম। ২-নাভির উপরের অংশ এবং হাটুর নিচের অংশ স্পর্শ করা জায়েজ। তাতেও কোন মতভেদ নেই। ৩- নাভির নিচ থেকে হাটু পর্যন্ত স্পর্শ করা কাপড়ের উপর দিয়ে। এটিও জায়েজ আছে। কোন সমস্যা নেই। তবে নাভির নিচ থেকে হাটু পর্যন্ত কাপড় ছাড়া স্পর্শ করা।তাতে মতভেদ আছে। কারো কারো মতে সহবাস না করলে জায়েজ আছে। বাকি ইমাম আবূ হানীফা রহঃ, ইমাম শাফেয়ী রহঃ, ইমাম মালিক রহঃ সহ অধিকাংশ আলেমদের মতে তা জায়েজ নয়। তাই কাপড় ছাড়া তা পরিহার করা আবশ্যক৷ দলিলঃ আউজাযুল মাসালিক ১/৩২৬; ফতওয়ায়ে শামী ১/৪৮৬; ফতওয়াযে হিন্দিয়া ১/৩৯; বাহরুর রায়েক ১/১৯৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন হায়েয-নেফাস ক্যাটাগরি