ইসলামী ফতোয়া

জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা দেনমোহর ধার্য হয়নি। এ অবস্থায়...

উত্তর

প্রশ্ন জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা দেনমোহর ধার্য হয়নি। এ অবস্থায় লোকটি তাকে তালাক দেয়। জানতে চাই, ঐ ব্যক্তির উপর কি পূর্ণ দেন মোহর আদায় করা জরুরি? উত্তর হাঁ, প্রশ্নোক্তক্ষেত্রে স্বামীকে পূর্ণ মোহর আদায় করতে হবে। কেননা স্বামী-স্ত্রীর মাঝে মিলন না হলেও শুধু নির্জনবাসের দ্বারাই পূর্ণ মোহর ওয়াজিব হয়ে যায়। তবে যদি সহবাসের প্রতিবন্ধক কোনো ওজর থাকা প্রমাণিত হয় যেমন, স্ত্রী হায়েয অবস্থা থাকা বা উভয়ের কেউ যদি এমন অসুস্থ থাকে, যা সহবাসের প্রতিবন্ধক হয় তাহলে অর্ধেক মোহর আবশ্যক হবে। -কিতাবুল আসল ৪/৪৩৬-৪৩৭; হেদায়া ফাতহুল কাদীর ৩/২১৭ বাদায়েউস সানায়ে ২/৫৮৪, ৫৮৮; আদ্দুররুল মুখতার ৩/১১৪, ১১৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার দেনমোহর আর কাবিন কি এক তালাকের পর দেনমোহর পরিশোধের নিয়ম দেনমোহর সর্বনিম্ন কত টাকা বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা দেনমোহর পরিশোধ না করার শাস্তি কি ইসলামে দেনমোহর পরিশোধ না করার শাস্তি কি দেনমোহর কেন দেওয়া হয় দেনমোহর অর্থ কি
সব ফতোয়া দেখুন স্বামী-স্ত্রী ক্যাটাগরি