ইসলামী ফতোয়া
স্বামী স্ত্রীকে খোলা তালাক দিলে ইদ্দত চলাকালীন স্ত্রীর ভরণ-পোষণ কে...
উত্তর
প্রশ্ন স্বামী স্ত্রীকে খোলা তালাক দিলে ইদ্দত চলাকালীন স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে? উত্তর সাধারণ তালাকের মতো খোলা তালাকের ক্ষেত্রেও ইদ্দত চলাকালীন স্ত্রীর ভরণ-পোষণ স্বামীকেই বহন করতে হবে। তবে যদি খোলা তালাকের চুক্তির সময় ইদ্দতের মধ্যে ভরণ-পোষণ না দেওয়ার শর্ত করা হয় তাহলে তা সহীহ হবে এবং সেক্ষেত্রে স্ত্রী ইদ্দতকালীন ভরণ-পোষণ পাবে না। -মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস ১৮৮১১; আদ্দুররুল মুখতার ৩/৪৫২-৪৫৫; বাদায়েউস সানায়ে ৩/২৩৯; ফাতহুল কাদীর ৪/৭৬; আলবাহরুর রায়েক ৪/৮৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার স্ত্রী তালাক দিলে কি তালাক হয়? এক তালাক দেওয়ার পর সংসার করার উপায় তিন তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার বিধান স্ত্রী কর্তৃক তালাক হাদিস তালাক প্রাপ্ত নারীকে বিয়ে খোলা তালাকের পর পুনর্বিবাহ স্ত্রী তালাক দেওয়ার নিয়ম তালাকের শাস্তি