ইসলামী ফতোয়া

আমি বিবাহের সময় স্ত্রীর মহর বাবদ ধার্য টাকা কিছু পরিশোধ...

উত্তর

প্রশ্ন আমি বিবাহের সময় স্ত্রীর মহর বাবদ ধার্য টাকা কিছু পরিশোধ করি এবং অবশিষ্ট টাকা পরে দেব বলে ওয়াদা দেই। আমার জানার বিষয় হল, আমি কি এখন আমার স্ত্রীকে স্পর্শ করতে পারব? উত্তর হ্যাঁ, পারবেন। মহরের টাকা বাকি থাকলে স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারে না-এ ধারণা ভুল। তবে নগদ আদায়যোগ্য মহর পরিশোধ করা না হলে, স্ত্রী শুরু থেকেই স্বামীকে নিজের নিকট আসা থেকে বারণ করতে পারে। প্রশ্নোক্ত ক্ষেত্রে নগদ মহর তো আপনি দিয়েই দিয়েছেন। সুতরাং স্পর্শ না করার বিষয়টি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাবয়ীনুল হাকায়েক ২/১৫৬; আলমুহীতুল বুরহানী ৪/১১৮; আলবাহরুর রায়েক ৩/১৭৮; বাদায়েউস সানায়ে ২/৫৮০; ফাতাওয়া হিন্দিয়া ১/৩১৬; রদ্দুল মুহতার ৩/১১৩ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার তালাকের পর দেনমোহর পরিশোধের নিয়ম কিস্তিতে দেনমোহর পরিশোধের নিয়ম দেনমোহর সর্বনিম্ন কত টাকা দেনমোহর পরিশোধ না করার শাস্তি কি মোহরানা ও কাবিন এর মধ্যে পার্থক্য দেনমোহর উসুল কি বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা স্ত্রী মারা গেলে দেনমোহর কে পাবে
সব ফতোয়া দেখুন স্বামী-স্ত্রী ক্যাটাগরি