ইসলামী ফতোয়া

মৃত স্বামী-স্ত্রী একে অপরকে দেখা ও গোসল দেয়া ৷

উত্তর

প্রশ্ন স্বামী বা স্ত্রী মারা গেলে একে অপরের লাশ দেখতে পারবে কিনা? এবং একে অপরকে গোসল দিতে পারবে কি না? কুরআন হাদীসের আলোকে জানিয়ে বাধিত করবেন ৷ উত্তর স্বামী বা স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে ৷ এতে কোন নিষেধাজ্ঞা নেই ৷ এবং স্ত্রী তার মৃত স্বামীকে গোসল দিতে পারবে। কেননা বিশুদ্ধ সত্রে বর্নিত আছে যে, হযরত আবু বকর রা.-এর ইন্তিকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস রা. তাকে গোসল দিয়েছিলেন। পক্ষান্তরে স্ত্রী মারা গেলে স্বামী তার মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে না ৷ সুনানে আবু দাউদ ৪/৩০, হাদীস ৩১৩৩; আলবাহরুর রায়েক ২/১৭৪; বাদায়েউস সানায়ে ২/৩৩; রদ্দুল মুহতার ২/১৯৮৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন স্বামী-স্ত্রী ক্যাটাগরি