ইসলামী ফতোয়া
স্ত্রী স্বামীকে তুমি আমার বাবা আমি তোমার মা বললে করনীয় ৷
উত্তর
প্রশ্ন হুজুর আমার বড় ভাই ভাবির সাথে ঝগড়া করে এক পর্যায়ে ভাবি ভাইকে বলে,তুমি আমার বাবা আর আমি তোমার মা লাগি ৷ তাই জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার ভাই ও ভাবির ইসলামের বিধান অনুযায়ী স্বামী-স্ত্রী সম্পর্ক থাকে কি না? দায়া করে জানাবেন ৷ উত্তর স্ত্রী স্বামীকে এ ধরনের কথা বলা মারাত্বক গুনাহ। তাই আপনার ভাবির জন্য তৌবা করা উচিত এবং ভবিষ্যতে এসব কথা থেকে বিরত থাকা অপরিহার্য ৷ তবে উক্ত কথার কারণে আপনার ভাই ও ভাবির বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়নি। তাদের বৈবাহিক বন্ধন বহাল আছে। সুনানে আবু দাউদ হাদীস : ২২১০; রদ্দুল মুহতার ৩/৪৭০৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন