ইসলামী ফতোয়া

স্ত্রী স্বামিকে তালাক বা ডিভোর্স প্রদান করা ও পুনরায় সংসার করা ৷

উত্তর

প্রশ্ন হুজুর আমাকে একটু হেল্প করবেন! আমি বিয়ে করেছি দুই বৎসর হয়েছে ৷ বিয়ের ছ'মাস পর বিদেশে চলে আসি ৷ আমাদের স্বামি-স্ত্রীর সংসার ভাল-ই চলছি ৷ কিন্তু আমি বিদেশে আসার সাত মাস পর থেকে আমার স্ত্রীর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে বলে জানতে পারি৷ একদিন তার ফোন অনেক্ষন বিজি পেয়ে তাকে অনেক গালাগালি করি ও ধমক দেয় ৷ একপর্যায় সে আমাকে বলে তাকে তালাক দিয়ে দিতে ৷ না দিলে সে নিজেই নিজেকে তালাক দিয়ে চলে যাবে ৷ আমি বললাম আমি তো তোমাকে তালাক দেয়ার অধিকার দেইনি ৷ তুমি তালাক দিলেও তালাক হবে না ৷ তথাপিও সে নিজেকে নিজে তালাক দিয়েছে ৷ এবং কোর্টে গিয়ে ডিভোর্স লেটার তৈরি করেছে ৷ আমি ঐ ডিভোর্স লেটারে কোন স্বাক্ষর করি নি, সে একা-ই স্বাক্ষর করেছে এবং বাড়ি ছেড়ে চলে গেছে ৷ অতপর পাচ মাসতার বাবার বাড়ি ছিল, ততদিন পর্যন্ত তার সাথে কোন যোগাযোগ নেই ৷ পাচ মাস পর আমার শাশুরী আমার সাথে যোগাযোগ করে আমাদের মাঝে সম্পর্ক গড়ানোর কথা বলেন ৷ আমার স্ত্রীও রাজি হয় ৷ এ অবস্থায় আমরা আবার কিভাবে এক হতে পারি ৷ নতুন করে বিয়ে করতে হবে কিনা? বিস্তারিত জানালে খুব উপকৃত হবো ৷ উত্তর স্ত্রী তখনি নিজের উপর তালাক পতিত করতে পারে, যখন স্বামী স্ত্রীকে তালাক দেবার অধিকার প্রদান করে থাকে। তাছাড়া স্ত্রী চাইলেই নিজের উপর তালাক প্রদানের অধিকার রাখে না। বাংলাদেশের আইন অনুপাতে বিয়ের সময় যে কাবিন নামা করা হয়ে থাকে, উক্ত সরকারি কাবিননামার ১৮ ও ১৯ ধারায় স্বামী তার স্ত্রীকে তালাক দেবার অধিকার দিয়েছে কি না? দিলে কী কী শর্তে অধিকার প্রদান করেছে? এ মর্মে একটি অপশন রয়েছে। যদি উক্ত ধারায় স্বামী তার স্ত্রীকে তালাক পতিত করার অধিকার প্রদান করে থাকে, এবং স্বামী উক্ত কাবিন নামার নিচে সাইন করে থাকে, তাহলে স্বামী কর্তৃক স্ত্রী নিজের উপর তালাক পতিত করার অধিকারপ্রাপ্তা হয়। তখন কাবিনের উপরোক্ত ধারা অনুপাতে শর্ত পাওয়া গেলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করার অধিকার পাবে। যদি শর্ত না পাওয়া যায়, কিংবা স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান না করে থাকে, তাহলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করার অধিকার পায় না। এবং ডিভোর্স লেটারে স্বামির স্বাক্ষর ছাড়া স্ত্রীর উপর তালাক পতিত হয় না ৷ অতএব প্রশ্নোক্ত সুরতে আপনি যদি আপনার স্ত্রীকে তালাকের অধিকার না দিয়ে থাকেন বা কাবিন নামায় তালাক প্রদানের অপশনে তালাক দেবার অধিকার না থাকে, এবং ডিভোর্স লেটারে স্বাক্ষর না করে থাকেন ৷ তাহলে আপনার স্ত্রী নিজেকে নিজে তালাক দেয়ার কারনে উক্ত তালাক পতিত হয়নি ৷ আপনি নতুন বিয়ে ছাড়া এমনি পরস্পরে মিলেমিশে পুনরায় ঘর সংসার করতে পারবেন ৷ উল্লেখ্য, ভবিষ্যতে যেন এধরেন ঘটনা পুনরাবৃত্ত না হয় সেদিকে স্বচেষ্ট হোন ৷ দুজনেই ইসলামি নিয়মাবলি পুর্নাঙ্গরুপে মেনে সঠিক ভাবে চলার পুর্ন চেষ্টা করবেন ৷ রদ্দুল মুহতার ৪/৪৫৬; ফতওয়ায়ে আলমগীরি ১/৩৭৯; মুহীতুল বুরহানী ৪/৪৮৬; ফাতাওয়াযে তাতারখানিয়া ৩৮০ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন স্ত্রী তালাক দেওয়ার নিয়ম স্ত্রী কর্তৃক তালাকের হলফনামা ইসলামে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার নিয়ম কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার নিয়ম স্বামীকে ডিভোর্স দেওয়ার নিয়ম কি কি কারনে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে ডিভোর্স দিতে কত টাকা লাগে
সব ফতোয়া দেখুন স্বামী-স্ত্রী ক্যাটাগরি