ইসলামী ফতোয়া
মহিলাদের দাড়ি, গোঁফের পশম তুলে ফেলা ও ভ্রু প্লাক করা ৷
উত্তর
প্রশ্ন হুজুর আমার একটি প্রশ্ন, আমার গোঁফের পশম বড়, এবং ভ্রূ কিছুটা চওড়া। তাই সুন্দর্য বৃদ্ধির জন্য আমার স্বামী ভ্রূ প্লাক করতে ও চেহারার অন্যান্য পশম তুলে ফেলতে বলছেন। আপনার কাছে জানতে চাই, আমি কি স্বামির কথা মত ভ্রূ প্লাক করতে ও চেহারার অন্যান্য লোম তুলে ফেলতে পারব? উত্তর মহিলাদের দাড়ি, গোঁফে লোম গজালে তা তুলে ফেলা বৈধ ৷ তাই আপনি আপনার গোঁফের পশম তুলে ফেলতে পারবেন ৷ কিন্তু ভ্রূ প্লাক করা বৈধ নয়। স্বামী বললেও সুন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু প্লাক করা বৈধ হবে না। তাই ভ্রু প্লাক করতে পারবেন না ৷ কারন হাদীসে ভ্রু প্লাক কারী মহিলাদের উপর অভিসম্পাত করা হয়েছে। সহীহ বুখারী হাদীস : ৫৫৩৯; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১৯৫; আলবাহরুর রায়েক ৮/২০৫; আদ্দুররুল মুখতার ৬/৩৭৩৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ভ্রু প্লাক করার ক্ষতিকর দিক ভ্রু প্লাক করা হারাম কেন ভ্রু প্লাক কিভাবে করতে হয় বিউটি পার্লার ভ্রু প্লাক