ইসলামী ফতোয়া

তিন তালাক প্রাপ্তা মেয়েকে নিজ ভগ্নিপতির সাথে বিয়ের পর প্রথম স্বামির নিকট পুনরায় বিবাহ দেয়া ৷

উত্তর

প্রশ্ন মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন আছে, তা হলো, আমার ছোট বোনকে দুই বছর আগে তার স্বামী তিন তালাক দিয়ে দিয়েছিল। অতপর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এখন তারা আবার একসঙ্গে থাকতে আগ্রহী হয়েছে । তাই আমার স্বামী আমার বোনকে বিয়ে করে তার সঙ্গে এক রাত যাপন করে তাকে তিন তালাক দিয়ে দেয়। এখন ইদ্দত শেষ হওয়ার পর আমার বোন তার পুর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা? উত্তর স্ত্রীর আপন বোনকে বিবাহ করা বৈধ নয়। করলেও সে বিবাহ শুদ্ধ হয় না। তাই আপনার স্বামীর সাথে আপনার বোনের বিবাহটি শুদ্ধ হয়নি এবং তার সাথে রাত যাপন করাও হারাম হয়েছে। অতএব এর উপর ভিত্তি করে আপনার বোনের জন্য তার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে না। উল্লেখ্য, স্ত্রীর ছোট বোনের সাথে রাত যাপন করার কারণে তারা মারাত্মক গুনাহগার হয়েছে ৷ অতএব এর সাথে সম্পৃক্ত সকলকেই খাঁটি মনে তাওবা-ইস্তেগফার করা উচিত। এবং ভবিষ্যতে এমন কাজ যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে সচেষ্ট হয়ে প্রয়োজনিয় দ্বীনী ইলম অর্জন করে তা আমলে বাস্তবায়নের জন্য সবাইকেই পুরোপুরি সচেষ্ট হওয়া উচিত। সূরা নিসা : ২৩; সহীহ বুখারী, হাদীস ৫১০৭; বাদায়েউস সানায়ে ৩/২৯৬; মুখতাসারুত তহাবী ৪/৩৩০৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন তিন তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার বিধান রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে তালাক প্রাপ্ত নারীকে বিয়ে হানাফী মাযহাবে তিন তালাকের বিধান একসাথে তিন তালাক দিলে কি তালাক হবে তিন তালাকের ফতোয়া কি কি কারণে তালাক হয় তালাকের পর পুনরায় বিয়ে
সব ফতোয়া দেখুন স্বামী-স্ত্রী ক্যাটাগরি