ইসলামী ফতোয়া

পরকিয়ার মাধ্যমে জন্ম নেয়া সন্তানের জনক কে হবে?

উত্তর

প্রশ্ন আমাদের এলাকার জনৈক ব্যক্তি অপরের বিবাহিতা স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরে এবং তার স্বামীর অজান্তে দৈহিক মেলামেশার ফলে একটি পুত্রসন্তান জন্ম নেয়, ছেলেটির বয়স বর্তমানে ৬-৭ বছর। বিভিন্ন পরীক্ষার মাধ্যমেও ছেলেটি তার বলে প্রমাণিত হয়েছে। এখন সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত। এমতাবস্থায় জানার বিষয় হচ্ছে ১. বর্তমানে তার করণীয় কী? ওই মহিলার সাথে কোনোরূপ যোগাযোগ বা সাক্ষাৎ বৈধ হবে কি না? ২. সন্তানের প্রকৃত পিতা শরীয়তের দৃষ্টিতে কে? এবং কার উত্তরসূরি হিসেবে মিরাছ পাবে? উত্তর ১. অতীতের অবৈধ সম্পর্কের কারণে যে গোনাহ হয়েছে তার জন্য খাঁটি মনে তাওবা করবে। ওই মহিলার সাথে কোনোরূপ যোগাযোগ বা সাক্ষাৎ বৈধ হবে না। সূরা নিসা-৬৩, সূরা নূর-৩০, আদ্দুররুল মুখতার ১/২৪১৷ ২. শরীয়তের দৃষ্টিতে ওই মহিলার স্বামীই সন্তানের প্রকৃত পিতা বলে গণ্য হবে এবং তারই উত্তরসূরি হিসেবে মিরাছ পাবে। আবু দাউদ ১/৩১০, রদ্দুল মুখতার ২/৫৫০, ফতাওয়া দারুল উলুম ১১/৫১১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন আত তাহরীক ফতোয়া হটলাইন বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিকার শাবান মাসের ফজিলত মাসিক আত তাহরীক যিনা হচ্ছে ঋণ ব্যভিচার মানে কি পাপ থেকে বাঁচার উপায় পরকীয়ার কারণ স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায়
সব ফতোয়া দেখুন স্বামী-স্ত্রী ক্যাটাগরি