ইসলামী ফতোয়া
সেহরী খাওয়ার পর আমার স্বামী আমার সঙ্গে সহবাস করেন। তখনো...
উত্তর
প্রশ্ন সেহরী খাওয়ার পর আমার স্বামী আমার সঙ্গে সহবাস করেন। তখনো আযান হয়নি, সেহরীর সময় বাকি ছিল, জানতে চাই আমাদের রোজার হুকুম কি? রোজা কি ভেঙ্গে গেছে? ভেঙ্গে গেলে কাফফারা দিতে হবে কিনা? উত্তর না। প্রশ্নে বর্নিত অবস্থায় রোজা ভাঙ্গে নি। কারন সুবহে সাদেকের পুর্ব পর্যন্ত খানাপীনা, স্ত্রী-সহবাস সবকিছু বৈধ। যদিও স্ত্রী সহবাস সেহরী! খাওয়ার পর হয়। #মেশকাত পৃষ্ঠা ১৭৪; ফতোয়ায়ে দারুল উলুম। ৬/৪৯৬; মাসায়েলে রোজা ৫৭ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা সেহরি খাওয়ার আগে সহবাস করা যাবে কিনা সহবাস করে রোজা রাখা যায় কি ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কি গোসল ফরজ হওয়া অবস্থায় রোজা রাখা যাবে কিনা নাপাক অবস্থায় সেহরি খাওয়া যায় সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা হবে