ইসলামী ফতোয়া
ব্যাংকে জমানো টাকার সাথে সুদী টাকার যাকাত ৷
উত্তর
প্রশ্ন আমার ব্যাংক একাউন্টে জমানো টাকার সাথে সুদী টাকাও আছে ৷ যাকাত দেয়ার সময় সম্পুর্ন টাকার ই যাকাত দিয়ে থাকি ৷ এক বন্ধু বলল সুদী টাকার যাকাত নেই ৷ তাই মুফতী সাহেবের নিকট এ বিষয়ে সঠিক সমাধান চাই ৷ এবং এ ক্ষেত্রে আমার করনীয় কি জানতে চাই ৷ উত্তর যাকাত একটি আর্থিক ইবাদত, যা একমাত্র হালাল সম্পদের উপর আসে এবং তা হালাল সম্পদ দ্বারাই আদায় করতে হয়। রাসূল সাঃ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা একমাত্র হালাল বস্তু ই কবুল করেন। -সহীহ বুখারী, হাদীস : ১৪১০ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ব্যাংক একাউন্টে জমানো মূল টাকার ২.৫% টাকার যাকাত দিবেন। আর সুদী টাকা হারাম হওয়ার কারনে পুরোটাই ছওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেয়া আবশ্যক । -সহীহ মুসলিম, হাদীস : ২২৪; ফাতহুল বারী ৩/৩২৮; ফিকহুন নাওয়াযিল ৩/১৪৪৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন বেতনের টাকার যাকাত বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় ১ লাখ টাকায় যাকাত কত ক্যাশ টাকার যাকাত নগদ টাকার যাকাতের হিসাব ২০২১ পাওনা টাকার উপর যাকাত যাকাত প্রশ্ন উত্তর ব্যাংকের টাকার যাকাত