ইসলামী ফতোয়া

সৎ দাদীকে যাকাত ফেতরা দেওয়া৷

উত্তর

প্রশ্ন সৎ দাদী (তথা আপনা দাদী নয়) কে যাকাত ও ফেতরা দেওয়া জায়েয হবে কি না? উত্তর হ্যাঁ, সৎ দাদীকে যাকাত-ফেৎরা দেওয়া যাবে। -বাদায়েউস সানায়ে ২/১৬২; ফাতহুল কাদীর ২/২০৯; আলবাহরুর রায়েক ২/২৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৪৬৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন বোনকে যাকাত দেওয়া যাবে কিনা যাকাত কাকে দেওয়া যাবে না ভাইকে যাকাত দেওয়া যাবে নিজের মাকে যাকাত দেওয়া যাবে? ফিতরা কাকে দেওয়া যাবে না শশুর শাশুড়িকে যাকাত দেওয়া যাবে কি যাকাতের টাকা কি বলে দিতে হবে যাকাতের টাকা কোথায় দেওয়া যাবে
সব ফতোয়া দেখুন যাকাত ক্যাটাগরি