ইসলামী ফতোয়া
মৃত ব্যক্তির মাগফিরাত উপলক্ষ্যে দুআ অনুষ্ঠান করার পর এর বিনিময়ে...
উত্তর
প্রশ্ন মৃত ব্যক্তির মাগফিরাত উপলক্ষ্যে দুআ অনুষ্ঠান করার পর এর বিনিময়ে টাকা গ্রহণ করা জায়েয আছে কি না? উত্তর দুআ স্বতন্ত্র ইবাদত। নুমান ইবনে বশীর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই দুআই হল ইবাদত। -মুসনাদে আহমদ, হাদীস ১৮৩৫২; সুনানে তিরমিযী, হাদীস ২৯৬৯ আর ইবাদতের বিনিময় গ্রহণ করা জায়েয নেই। সুতরাং মৃত ব্যক্তির জন্য দুআ করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা যাবে না। প্রকাশ থাকে যে, মৃতদের জন্য দুআ করা সওয়াবের কাজ। তবে এটি হতে হবে স্বতঃস্ফূর্ত ও বিনিময়হীনভাবে। -ফাতহুল বারী ১১/৯৭; রদ্দুল মুহতার ৬/৫৫; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ২/১৩৭-১৩৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মৃত ব্যক্তির জন্য সন্তানের করণীয় মৃত ব্যক্তিকে দেখার নিয়ম মৃত ব্যক্তির স্মৃতিচারণ মৃত ব্যক্তির জন্য স্ট্যাটাস মৃত ব্যক্তির জন্য কোরআন খতম মৃত ব্যক্তির জন্য সমবেদনা মৃত ব্যক্তির জন্য শোক বার্তা মৃত ব্যক্তির জন্য নফল নামাজ