ইসলামী ফতোয়া
রিয়াল বা বিদেশী মুদ্রা ঋন নিয়ে তার পরিবর্তে টাকা দেয়া৷
উত্তর
প্রশ্ন সৌদি আরব থাকাকালীন আমি এক বাঙ্গালী থেকে এক হাজার রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন বাংলাদেশে আসার পর তা আদায় করতে চাচ্ছি। জানার বিষয় হল, রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিনের হিসেবে? নাকি ঋণ আদায়ের দিনের হিসাবে? উত্তর আপনি যেহেতু রিয়াল কর্জ নিয়েছিলেন সেহেতু নিয়ম তো হল তাকে রিয়ালই দিবেন। হ্যাঁ, সে যদি রিয়ালের পরিবর্তে টাকা নিতে সম্মত হয় তাহলে টাকা দিয়ে আদায় করা যাবে। তবে যে দিন ঋণ আদায় করবেন সেই দিনের রিয়ালের বাজার দর হিসাবে আদায় করতে হবে। গ্রহণের দিনের হিসাবে নয়। -বযলুল মাজহূদ ১৫/১২; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ ১/১৭৮; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় ২০২৩ বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের অবস্থান বৈদেশিক মুদ্রা বিনিময় হার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় ২০২২ বিদেশ থেকে ডলার আনার নিয়ম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ pdf বৈদেশিক মুদ্রা বাজার