ইসলামী ফতোয়া

আমি একজন পিকআপ চালক। গাড়ির এক মালিক থেকে আমি একটি...

উত্তর

প্রশ্ন আমি একজন পিকআপ চালক। গাড়ির এক মালিক থেকে আমি একটি পিকআপ এ চুক্তিতে নিয়েছি যে, গাড়ির প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাকি আয়ের ত্রিশ শতাংশ আমি নেব। অবশিষ্ট সত্তর শতাংশ মালিক পাবে। আমাদের এ চুক্তি কি শরীয়তসম্মত হয়েছে? দয়া করে জানাবেন। উত্তর না, আপনাদের উক্ত চুক্তি শরীয়তসম্মত হয়নি। কারণ গাড়ির আয় চালক এবং মালিকের মাঝে শতকরা হারে বণ্টনের চুক্তি সহীহ নয়। এক্ষেত্রে সহীহভাবে চুক্তি করতে চাইলে হয়ত চালকের বেতন নির্দিষ্ট করে দিতে হবে এবং গাড়ির সকল আয় মালিকের থাকবে। অথবা চালক গাড়িটি মালিক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ভাড়া নিবে। গাড়ি থেকে আয় হোক বা না হোক সর্বাবস্থায় ভাড়ার টাকা মালিককে দিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে গাড়ির যা আয় হবে তা সবই চালকের থাকবে। -আলমুহীতুল বুরহানী ১১/৩৩৪; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সরকারি ড্রাইভার নিয়োগ ২০২২ গাড়ির ড্রাইভার গাড়িতে চাকরি সাভারে ড্রাইভার চাকরির খবর ট্রাক ড্রাইভার নিয়োগ পরিবহন পুল ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ড্রাইভিং জব ইন বাংলাদেশ টুডে ইউ এস বাংলা এয়ারলাইন্স ড্রাইভার নিয়োগ ২০২৩
সব ফতোয়া দেখুন ব্যবসা-চাকুরী ক্যাটাগরি