ইসলামী ফতোয়া

আমি একজনকে দশ লক্ষ টাকা ঋণ দিই। সে আমার কাছে...

উত্তর

প্রশ্ন আমি একজনকে দশ লক্ষ টাকা ঋণ দিই। সে আমার কাছে একটি আম বাগান বন্ধক রেখেছে। বাগানে যে ফল হয় তা সে নিয়ে যায়। আমের সিজনে সে আমাকে দুইটি গাছের আম খাওয়ার অনুমতি দিয়েছে। আমার জন্য উক্ত গাছ দুইটির আম খাওয়া জায়েয হবে কি না? জানিয়ে বাধিত করবেন। উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে বাগানের মালিক অনুমতি দিলেও আপনার জন্য ঐ গাছগুলোর ফল গ্রহণ করা বৈধ হবে না। কারণ ঋণদাতার জন্য বন্ধকী বস্ত্ত থেকে উপকৃত হওয়া সুদ। ফাযালা বিন উবাইদ রা. বলেন, যে ঋণ লাভ টেনে আনে তা সুদ। -আসসুনানুল কুবরা, বায়হাকী ৫/৩৫০; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ২১০৭৮; রদ্দুল মুহতার ৬/৪৮২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ব্যাংক ঋণ পরিশোধ না করার শাস্তি ১ লক্ষ টাকা লোন নিতে চাই টাকা লোন নেওয়ার উপায় বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক ২০ লাখ টাকা লোন ব্যাংক ঋণ পাওয়ার উপায় গৃহ নির্মাণ ঋণের কিস্তি গ্রামে বাড়ি করার জন্য ব্যাংক লোন
সব ফতোয়া দেখুন ব্যবসা-চাকুরী ক্যাটাগরি