ইসলামী ফতোয়া

ঢাকা শহর ও তার আশপাশের বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর জন্য...

উত্তর

প্রশ্ন ঢাকা শহর ও তার আশপাশের বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর জন্য আমরা একটি মাইক্রোবাস ভাড়া নিই। চুক্তি ছিল, তেলখরচ ছাড়াও গাড়ির মালিককে এক দিনের জন্য ১৫,০০/- টাকা ভাড়া দিতে হবে। কিন্তু বিশেষ কারণে আমরা যেতে পারিনি। গাড়িটি বিকেল পর্যন্ত আমাদের বাসার সামনে অপেক্ষায় ছিল। আমাদের না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গাড়িটি ফেরত যায়। জানতে চাই, এখন আমাদের কি ব্যবহার না করা সত্ত্বেও এর নির্ধারিত ভাড়া আদায় করতে হবে? উত্তর হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে গাড়িটি ব্যবহার না হলেও চুক্তিকৃত ১৫,০০/- টাকাই আদায় করতে হবে। তবে যেহেতু গাড়ি ব্যবহার হয়নি তাই তেল খরচ দিতে হবে না। -আলআশবাহ ওয়াননাযাইর পৃ. ৩২০; শরহুল মাজাল্লাহ খালিদ আতাসী ২/৫৫৪; ফাতাওয়া খানিয়া ২/৩৭১; মাজাল্লাহ পৃ. ৮৯; আদ্দুররুল মুখতার ৬/১১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ঢাকার ১০টি দর্শনীয় স্থান ঢাকা দর্শনীয় স্থান সমূহ মিরপুরে ঘোরার জায়গা কাপলদের জন্য ঘোরার জায়গা ঢাকায় নিরিবিলি ঘুরার জায়গা ৩০০ ফিট ঘোরার জায়গা যাত্রাবাড়ী দর্শনীয় স্থান ঢাকার আশেপাশে নদীর পাড়
সব ফতোয়া দেখুন ব্যবসা-চাকুরী ক্যাটাগরি