ইসলামী ফতোয়া
ইসলামী ব্যাংকে চাকুরী করা, একাউন্ট খোলা৷
উত্তর
প্রশ্ন ইসলামী ব্যাংক লিঃ , আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, শাহজালাল ইসলমী ব্যাংকলিঃ সহ বাংলাদেশে পরিচালিত ইসলামী ব্যাংক সমূহে চাকুরী করা, একাউন্ট খোলাজায়েজ আছে কিনা । যদি জায়েজ না থাকে তাহলে কি কারনে জায়েজ নাই তাহাবিস্তারিত জানালে উপকৃত হব৷ উত্তর বর্তমানে বাংলাদেশে ইসলামীক নামে পরিচিত ব্যাংকগুলোর সকল কার্যক্রম আমাদের জানামতে পূর্ণ ইসলামী নীতিমালা অনুসারে পরিচালিত হতে পারছে না। তাই ওই সব ইসলামী ব্যাংকে যে কোন পদে চাকুরী করা হালাল-হারামের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ। আর সংরক্ষনের উদ্দেশ্যে কারেন্ট একাউন্ট কিংবা অন্য কোন সুদমুক্ত একাউন্টে টাকা রাখা যেতে পারে। ইসলামী ব্যাংক গুলোতে টাকা রাখলে লাভ না নেওয়া উচিত। দলিলঃ সূরা বাকারা আঃ ২৭৫, ২৭৮, সহীহ বুখারী ১/২৮, সহীহ মুসলিম ২/২৭, রদ্দুল মুহতার ৭/৬৫৮, ফতওয়ায়ে উসমানী ৩/৩৯৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 02756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন বাংলাদেশের কোন কোন ব্যাংকে চাকরি করা জায়েজ সরকারি ব্যাংকে চাকরি কি হালাল ব্যাংকে চাকরি হারাম কেন? ইসলামী ব্যাংক এর ব্যাপারে আলেমদের মত বাংলাদেশ ব্যাংকে চাকরি হালাল না হারাম কোন কোন চাকরি হারাম ব্যাংকে চাকরি আল কাউসার জনতা ব্যাংক ইসলামী ব্যাংকিং