ইসলামী ফতোয়া
টয়লেটে যাবার সময় মাথায় কাপড় রাখা ৷
উত্তর
প্রশ্ন আমি গতকাল বাথরুমে যাবার সময় মাথায় কাপড় ছিল না ৷ পরে একজন ব্যক্তি ডেকে বললেন এভাবে খালি মাথায় বাথরুমে যাওয়া ঠিক না ৷ জানার বিষয় হলো, তার কথা কি ঠিক ? উত্তর টয়লেটে যাবার সময় মাথায় কাপড় রাখা সুন্নত। কোননা হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ যখন টয়লেটে প্রবেশ করতেন তখন মাথা ঢেকে নিতেন। খুলাসাতুল আহকাম,হাদীস নং-৩২৩ ৷ হযরত হাবীব বিন সালেহ রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন জুতা পরিধান করতেন, এবং মাথা ঢেকে নিতেন। সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-২৫৬। অতএব মাথা খুলে রেখে বাথরুমে যাওয়া অনুত্তম ও সুন্নত পরিপন্থী ৷ তাই প্রশ্নে বর্নিত উক্ত ব্যক্তির কথা সঠিক ৷ খালি মাথায় বাথরুমে যাওয়া ঠিক নয় ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন খাওয়ার সময় মাথায় কাপড় টুপি পরে টয়লেটে যাওয়া যাবে কি