ইসলামী ফতোয়া

হুজুর বর্তমানে এমন বহুত দেখা যায় যে, মুরগ ছাড়া-ই মুরগী থেকে মেশিনের মাধ্যমে ডিম উৎপাদন করা হয় । আবার মুরগী ছাড়াও মেশিনের মাধ্যমে মুরগী উৎপাদন করা হয় । তাই জানার বিষয় হল, মেশিনে উৎপাদিত ডিম ও মুরগী খাওয়া শরীয়তে জায়েয কি না?

উত্তর

শরীয়তের মূলনীতি হলো প্রত্যেক বস্তুর আসল হলো মুবাহ বা হালাল হওয়া ৷ তাই যতক্ষন পর্যন্ত এসব ডিম ও মুরগী উৎপাদনে হারাম হওয়ার কোন কারণ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এসব ডিম ও মুরগী খাওয়া হালাল হবে ৷ অদ্য পর্যন্ত এসব ডিম ও মরগী উৎপাদনে হারাম হওয়ার কোন কারন পাওয়া যায় নি ৷ তাই এসব ডিম ও মুরগী খাওয়াতে কোন সমস্যা নেই। ফতওয়ায়ে শামী ১/২২১ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন দেশি মুরগির বাচ্চার রোগ ও প্রতিকার ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ মুরগির বাচ্চা পালনের নিয়ম মুরগির বাচ্চা বিক্রি আসিল জাতের মুরগি এদেশে উপযোগী কেন মুরগির বাচ্চার খাবার
সব ফতোয়া দেখুন খাওয়া-পোশাক ক্যাটাগরি