ইসলামী ফতোয়া

বই খাতা কলম ইত্যাদি হাত থেকে পড়ে গেলে উঠিয়ে চুমু খাওয়া ও মুরুব্বিদের গায়ে পা লাগলে চুমু খাওয়া ৷ 

উত্তর

প্রশ্ন খাতা কলম বই, ইসলামিক বই ইত্যাদি হাত থেকে পড়ে গেলে আমরা তা উঠিয়ে চুমু খাই। এটা কতটুকু শরীয়তসম্মত? কোন মানুষের গায়ে পা লাগলেও আমরা চুমু খাই। এটা জায়েয কি না? উত্তর কুরআন মাজীদ ও ইসলামী বই-পুস্তক হাত থেকে পড়ে গেলে তা উঠিয়ে মুখের কাছে এনে চুমু খাওয়া জায়েজ আছে৷ কিন্তু ঝুঁকে চুমু খাওয়া জায়েজ নয় । কেননা এতে সেজদার অবস্থা চলে আসে। আর সেজদা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে করা জায়েজ নয়। মুরব্বীদের গায়ে পা লাগলে চুমু খাওয়া মূলত সম্মান দেখানোর জন্য হয় । এটা করাতেও কোন সমস্যা নাই। তবে এক্ষেত্রেও ঝুঁকে চুমু খাওয়া হারাম। উল্লেখ্য যে, চুমু খাওয়ার বিষয়টিকে জরুরী মনে করা বা শরয়ী বিধান মনে করা বিদআত। এমনিতে করতে কোন সমস্যা নেই ৷ রাদ্দুল মুহতার-৫/২৪৬, তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৫৯, ফাতওয়ায়ে মাহমুদিয়া-৭/১৪৭৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন খাওয়া-পোশাক ক্যাটাগরি