ইসলামী ফতোয়া

কা'বা শরীফ, রওজা শরীফ ইত্যাদির ছবিযুক্ত জায়নামাযে নামায পড়া ৷

উত্তর

প্রশ্ন হুজুর আজকাল প্রায় সব জায়নামাযেই কা‘বা শরীফ বা রওজা শরীফের ছবি আকা থাকে ৷ জানার বিষয় হলো, এসব ছবিযুক্ত জায়নামাযে নামাজ পড়া যাবে কিনা? উত্তর কাবা শরীফ, রওজা শরীফ, মসজিদে নববী ইত্যাদি ইসলামের সম্মানিত স্থান এবং ইসলামের নিদর্শনাবলী ৷ আর ইসলামের নিদর্শনাবলিকে কুরআনে সম্মান করতে বলা হয়েছে ৷ আল্লাহ তায়ালা বলেন, আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্যে উত্তম। সূরা হজ্ব, আয়াত নং -৩০৷ কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমুহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। সূরা হজ্ব, আয়াত নং -৩২ ৷ হে মুমিনগণ! হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ। সূরা মায়িদা, আয়াত নং -২ ৷ অতএব কা'বা শরীফ, রওজা শরীফ ইত্যাদির ছবিযুক্ত জায়নামায পরিহার করা উচিত। এবং এসব জায়নামাযে নামায না পড়া উচিত ৷ কারণ অনেক সময় এসবের উপর পা রাখা হয় । ফলে এসবের অপমান করা হয় ৷ তবে এসব ছবির উপর পা না রেখে শুধু সেজদা করলে এসব জায়নামাযে নামায পড়তে কোন সমস্যা নেই ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন মসজিদে নামাজ পড়ার পিক সিজদার ছবি মেয়েদের নামাজ লেখা পিক বাচ্চাদের নামাজের ছবি
সব ফতোয়া দেখুন হজ্ব ক্যাটাগরি