ইসলামী ফতোয়া

কাঁকড়া খাওয়ার বিধান

উত্তর

প্রশ্ন মুফতী সাহেব! কদিন আগে হোটেলে গিয়ে খানা খাওয়ার সময় কাঁকড়া ভাজি করা দেখতে পেয়ে আমার কজন সহপাঠি খেতে চাইল ৷ আমি বললাম এটা খাওয়া বৈধ নয় ৷ তারা বলল বৈধ ৷ বিদেশে নাকি বহু মানুষ কাঁকড়া খায় ৷ আমাকে পিড়াপিড়ি করলেও আমি খাইনি ৷ জানার বিষয় হল, কাঁকড়া খাওয়া জায়েয কি না? উত্তর হানাফী মাযহাব অনুযায়ী পানীয় যন্তুর মধ্য হতে শুধু মাছ খাওয়া যায় ৷ অন্য কোনো যন্তু খাওয়া জায়েয নেই ৷ অতএব কাঁকড়া খাওয়া জায়েজ নয়। আপনি না খেয়ে সঠিক করেছেন ৷ -ফাতাওয়া শামী-৬/৩০৮, আলবাহরুর রায়েক-৬/৮০৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন কুইচা খাওয়া কি জায়েজ কাঁকড়া খাওয়ার উপকারিতা ও অপকারিতা কাকড়া খাওয়া হারাম কেন? কাঁকড়া খাওয়ার উপকারিতা কাঁকড়া খাওয়ার অপকারিতা চিংড়ি মাছ খাওয়া কি হারাম না হালাল ব্যাঙ খাওয়া কি হারাম না হালাল অক্টোপাস খাওয়া কি হারাম
সব ফতোয়া দেখুন জায়েয-নাজায়েজ ক্যাটাগরি