ইসলামী ফতোয়া
শার্ট প্যান্ট পরিধান করা কি হারাম? শার্ট প্যান্ট পড়ে নামাজ...
উত্তর
প্রশ্ন শার্ট প্যান্ট পরিধান করা কি হারাম? শার্ট প্যান্ট পড়ে নামাজ পড়া কি সহিহ হবে? জূব্বা সেলোয়ার লুঙ্গি এগুলো কি সুন্নতি পোষাক? উত্তর শার্ট প্যান্ট পরিধানের প্রথা আজ সারা বিশ্বে এতটা ব্যাপক হয়ে গেছে যে, এখন আর বিজাতীয়দের সাথে সাদৃশ্য হওয়ার বিষয়টি দুর্বল হয়ে গেছে, যে কারনে বর্তমানে শ্রট প্যান্ট পড়া হারাম নয়। তবে অপছন্দনীয় অবশ্যয়। উল্যেখ যে, কেউ যদি সাদৃশ্যের নিয়তে পরিধান করে অথবা প্যান্ট টাখনুর নিছে পৌছে যায়, তাহলে অবৈধ হবে। ন্ম শার্ট যদি ফোল হাতা হয় এবং প্যান্ট টাখনুর উপরে থাকে ও ঢিলেঢালা হয় তাহলে নামাজ সহিহ হবে। অন্যথায় মাকরুহ হবে। তবে সুন্নতি পোষাক পরিধান করে নামাজ পড়া উত্তম। দলিল; ওমদাতুল কারি ৭/৪৫১, বাহরুর রায়েক ২/১৮, ফথুল মুলহিম৪/৮৭. @জুব্বা স্লোয়ার লুংী এগুলো সুন্নতি পোষাক। রাসূল সা; এধরনের পোষাক পরিধান করেছেন অথবা পছন্দ করেছেন। দলিল; আবু দাউদ হাদিস নং ৪০৯০, দারুল মা,আদ ১/১৩২, ফতোয়ায়ে মাহমুদিয়া ২৭/৪০৩ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন হাফ প্যান্ট পরা কি জায়েজ জিন্স প্যান্ট পরা কি হারাম প্যান্ট পরার নিয়ম টাই পড়া কি জায়েজ পুরুষদের জন্য কোন রং হারাম কালো পোশাক পরা কি জায়েয পাঞ্জাবি কি সুন্নতি পোশাক