ইসলামী ফতোয়া

আগে কেউ যদি অসিয়ত করে যায় যে, আমার জানাযা অমুক...

উত্তর

প্রশ্ন আগে কেউ যদি অসিয়ত করে যায় যে, আমার জানাযা অমুক পড়াবে তাহলে কি শুধু অসিয়তের কারণে সে ব্যক্তি জানাযার নামায পড়ানোর বেশি হকদার হয়ে যাবে? দয়া করে উত্তর জানালে কৃতজ্ঞ হব। উত্তর জানাযার নামায পড়ানোর হকদার মৃতের ওলিগণ। তারা চাইলে মৃত ব্যক্তি যার ব্যাপারে জানাযা পড়ানোর অসিয়ত করেছে তাকে দিয়েও জানাযা পড়াতে পারবে। কোনো কোনো সাহাবা-তাবেয়ী নিজের জানাযা পড়ানোর জন্য নির্দিষ্ট কাউকে অসিয়ত করে গেছেন এবং পরবর্তীতে তার ওলিরা তা পূর্ণও করেছেন। তবে ওলিরা চাইলে অসিয়তকৃত ব্যক্তি ছাড়া অন্যকে দিয়ে কিংবা নিজেরাও জানাযা পড়াতে পারবে। -খুলাসাতুল ফাতাওয়া ১/২২২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৫৫; আলবাহরুর রায়েক ২/১৮১; শরহুল মুনইয়াহ ৬০৬; মুসান্নাফে ইবনে আবী শাইবা ৭/২২৯-২৩০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার অসিয়ত বলতে কি বুঝায় অসিয়ত করার নিয়ম অসিয়তের গুরুত্ব অসিয়ত কত প্রকার বন্টননামা দলিল কি বাতিল করা যায় দাতার মৃত্যুর পর যে দানপত্র কার্যকর হয় অর্থ উইল কি প্রবেট আইন
সব ফতোয়া দেখুন মৃত্যু-জানাজা ক্যাটাগরি