ইসলামী ফতোয়া
আমরা দুই ভাই। আব্বার মৃত্যুর পর কিছু জমি বণ্টন করা...
উত্তর
প্রশ্ন আমরা দুই ভাই। আব্বার মৃত্যুর পর কিছু জমি বণ্টন করা হয়েছে। আর কিছু জমি এখনো বণ্টন করিনি। আমাদের মসজিদের পাশের জমিটিও বণ্টন করিনি। ইতিমধ্যে আমার ছোট ভাই ঐ জমি থেকে তার অংশ মসজিদের জন্য ওয়াকফ করে দেয়। জানার বিষয় হল, তার অংশ কি ওয়াকফ হয়ে গেছে? উত্তর যৌথ জমি বণ্টনের আগে তা থেকে নিজের অংশ ওয়াকফ করা জায়েয। তাই আপনার ছোট ভাইয়ের ঐ ওয়াকফ সহীহ হয়েছে। এখন আপনাদের কর্তব্য হল, জমি বণ্টন করে মসজিদের অংশ আলাদা করে বুঝিয়ে দেওয়া। -ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬৫; আলইসআফ ২৫; মাজমাউল আনহূর ২/৫৭৪; কিতাবুল ওয়াকফ ১০৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সম্পত্তি বন্টন ক্যালকুলেটর বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ ওয়ারিশ জমি বন্টন মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন বাবার সম্পত্তি ভাগের নিয়ম মুসলিম আইনে সম্পত্তির বন্টন মুসলিম আইনে মায়ের সম্পত্তি বন্টন ওয়ারিশ সম্পদ বন্টনের আইন