ইসলামী ফতোয়া

পুতুল বানিয়ে মানুষের মত জানাযা পড়ে দাফন করে কবিরাজি চিকিৎসা গ্রহন করা ৷

উত্তর

প্রশ্ন হুজুর আমার বোন বহুদিন যাবত একটি বড় ধরনের রুগে আক্রান্ত ৷ কোন চিকিৎসা ই কাজে আসছে না ৷ কিছু দিন আগে তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ পুতুল বানিয়ে মানুষের মতো জানাযা পড়িয়ে দাফন করতে বলেছে। জানার বিষয় হলো, এভাবে কবিরাজের কথা মেনে চিকিৎসা গ্রহণ করা জায়েয হবে কিনা? উত্তর শরীয়ত বিরোধী পদ্ধতি অনুযায়ী চিকিৎসা গ্রহন করা সম্পুর্ন নাজায়েয ৷ তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে কবিরাজের নির্দেশিত ঐ পদ্ধতি অনুযায়ী আমল করা কোনো ভাবেই জায়েয হবে না । কারন এতে বহু শরীয়তবিরোধী কাজ রয়েছে। যেমন: ১৷ পুতুল বানানো, যা সম্পুর্ন নাজায়েয। ২৷ পুতুলের জানাযা পড়া। আর কোনো পুতুলের জন্য জানাযা পড়া শরয়ী হুকুমের চরম বিকৃতি, যা বিদআত হওয়ার পাশাপাশি কুফরি তুল্য গুনাহ। এছাড়া মৃত ব্যক্তির মত করে পুতুল দাফন করা একটি গর্হিত কাজ, শরয়ী বিধানের সাথে ঠাট্টার শামিল। তাই কোনো মুমিনের জন্য এ পদ্ধতি অবলম্বন করা সম্পূর্ণ হারাম। আর এ ধরনের কবিরাজ থেকে ঝাড়-ফুঁক নেওয়া ও তদবীর গ্রহণ করাও নাজায়েয। -সহীহ বুখারী, ১/১১২ ফাতহুল বারী ১০/২০৬; আলবাহরুর রায়েক ২/১৭০; মাজমাউল আনহুর ২/৫১০৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন মৃত্যু-জানাজা ক্যাটাগরি